প্লেনের টিকিট সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান আটাব নেতাদের

2 weeks ago 14

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নেতারা। তারা প্লেনের টিকিট সিন্ডিকেট ভেঙে দিতে উপদেষ্টার প্রতি আহ্বান জানান।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে এই সাক্ষাতের সময় উপদেষ্টা বলেন, বর্তমান সরকার অগণিত শহীদের রক্তে প্রতিষ্ঠিত হয়েছে। বীর শহীদদের আকাঙ্ক্ষার গণতান্ত্রিক, ইনসাফ ভিত্তিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বর্তমান সরকারের লক্ষ্য।

তিনি দেশের বাণিজ্য ও পর্যটন শিল্পের প্রসারে আটাবের ভূমিকার প্রশংসা করে আগামী দিনগুলোতে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
 
এ সময় আটাব প্রতিনিধি দল পর্যটনবান্ধব নীতি ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপের পাশাপাশি এয়ার টিকেটিং-এ এয়ার লাইন্সের অসাধু কর্মকর্তা ও ট্রাভেল এজেন্সির সিন্ডিকেট বাণিজ্যের উল্লেখ করে এ সিন্ডিকেট ভেঙে দিতে উপদেষ্টার প্রতি আহ্বান জানান। এক্ষেত্রে সিভিল এভিয়েশনকে আরও নিবিড় মনিটরিং-এর পরামর্শ দেন।

এছাড়াও আটাব নেতারা অনলাইন ট্রাভেল নীতিমালার সংস্কার, অযাচিতভাবে টিকিটের মূল্য বৃদ্ধি ঠেকানোর জন্য মন্ত্রণালয়ে ‘মনিটরিং সেল’ গঠনের অনুরোধ জানান। নেতারা ট্যুরিস্ট স্পটগুলোয় অবকাঠামো সুবিধা বৃদ্ধিতে আটাবের উদ্যোগের কথাও উপদেষ্টাকে জানান।

এ সময় উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিহন ও পর্যটন সচিব নাসরীন জাহান, আটাব সভাপতি আবদুস সালাম আরেফ, মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ প্রমুখ।

Read Entire Article