ফরিদপুরে গুদামে অভিযান, মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ

16 hours ago 6

ফরিদপুরের বোয়ালমারীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আড়তে অভিযানে ফল ব্যবসায়ী মফিজুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ব্যবসায়ীর গোডাউন থেকে ১৫০ কেজি মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করা হয়। পরে গোডাউনটি সিলগালা করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সোহেল এ অভিযান পরিচালনা করেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টর দিকে উপজেলার সদর বাজারের চৌরাস্তা সংলগ্ন ফল ব্যবসায়ী মফিজুর রহমানের গোডাউনে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আজমাইন।

আদালত সূত্রে জানা গেছে, রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজার তদারকি শুরু করেছেন আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী সদর বাজারের চৌরাস্তা সংলগ্ন ফলপট্টিতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় ফল ব্যবসায়ী মফিজুর রহমানের ফলের গোডাউনে মেয়াদোত্তীর্ণ খেজুর পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবহিত করা হয়। পরে বোয়ালমারী সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সোহেল ঘটনাস্থলে আদালত বসিয়ে ভোক্তা অধিকার আইনে মেয়াদ উত্তীর্ণ খেজুর রাখায় ওই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

ফরিদপুরে গুদামে অভিযান, মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ

এ সময় ১৫০ কেজি খেজুর জব্দ ও ৯০০ কেজি খেজুরের মান পরীক্ষার জন্য সাময়িক সময়ের জন্য গোডাউনটি সিলগালা করা হয়।

অভিযানকালে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প প্রধান ক্যাপ্টেন আজমাইনসহ যৌথ বাহিনীর সদস্যরা ছাড়াও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের পরিচালক গোলাম রব্বানী সোহেল জানান, রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ও খাদ্যের মান বজায় রাখার জন্য অভিযান শুরু হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন কে বি নয়ন/আরএইচ/এএসএম

Read Entire Article