ফরিদপুরে বৃহত্তম ঈদের জামাত চন্দ্রপাড়া ও আটরশি দরবারে

2 months ago 45

পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী আটরশি ও চন্দ্রপাড়া পাক দরবার শরিফে ফরিদপুরের বৃহত্তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল শনিবার (৭ জুন) ঈদুল আজহা পালিত হবে।

প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখ লাখ জাকেরান, আশেকান ও মুরিদান এই দুই দরবার শরিফে সমবেত হবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চন্দ্রপাড়া পাক দরবার শরিফে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় এবং আটরশি দরবার শরিফে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

দুই দরবার শরিফেই ঈদের দিন ভোর থেকে আগত ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠবে এলাকা। ফরজ ও সুন্নত ইবাদতের পাশাপাশি নফল নামাজ, পবিত্র ফাতেহা শরিফ পাঠ, মাজার জিয়ারত এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে দিনটি উদযাপন করবেন ভক্তরা।

দরবার শরিফে আগত লাখো মানুষের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও দরবার কর্তৃপক্ষ সম্মিলিতভাবে প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে জামাতের আয়োজন ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চন্দ্রপাড়া দরবার শরিফের মুখপাত্র মো. মাহাবুব হোসেন এবং আটরশি দরবার শরীফের মুখপাত্র কেএম মারুফ হোসেন।

প্রসঙ্গত, আটরশি ও চন্দ্রপাড়া দরবার শরীফ শুধু ঈদুল আজহা নয়, ঈদুল ফিতরসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো আশেকান ও জাকেরানদের সমাগমস্থলে পরিণত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আত্মিক সাধনার কেন্দ্র হিসেবে এই দরবারগুলো যুগের পর যুগ ধরে মুসলিম সমাজে বিশেষ মর্যাদা ধরে রেখেছে।

Read Entire Article