ফরিদপুরের বোয়ালমারীতে মাটি কাটার অপরাধে ইমদাদ কাজী ও আশিক মণ্ডল নামে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল।
দণ্ডপ্রাপ্ত ইমদাদ কাজী সাতৈর ইউনিয়নের মজুরদিয়া গ্রামের কাজী আব্দুল মান্নানের ছেলে ও আশিক মন্ডল ফরিদপুর সদরের শাহিদ মন্ডলের ছেলে।
আদালত সূত্র জানায়, উপজেলার সাতৈর ইউনিয়নের রামদিয়া গ্রামে ও দাদপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এস্কেভেটার (ভেকু) দিয়ে মাটি কাটছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইমদাদ কাজীকে (৪০) ৫০ হাজার ও আশিক মণ্ডলকে (২৩) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল বলেন, মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এনকেবি নয়ন/আরএইচ/জেআইএম