ফরিদপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাবেক সেনা সদস্য নিহত

13 hours ago 9

ফরিদপুরের আলফাডাঙ্গায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শহীদ খান (৫৪) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জয়দেবপুর-ফলিয়া বাইপাস সড়কের বারাংকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শহীদ খান উপজেলার বিড়াইচ ইউনিয়নের জয়দেবপুর গ্রামের মৃত হায়দার খানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, শহীদ খান মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি জয়দেবপুর থেকে আলফাডাঙ্গা উপজেলা শহরে আসার পথে বারাংকুলা গ্রামের একোনের মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) হারুন-উর-রশিদ জানান, মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/এমএসএম

Read Entire Article