২৯ বছর পর পাকিস্তানের আয়োজনে হলো কোনো আইসিসি ইভেন্ট; সেটি চ্যাম্পিয়ন্স ট্রফি। নানান বিতর্ক থাকলেও অবশেষে সফলভাবেই শেষ হয়েছে ৫০ ওভার ফরম্যাটের এ জমজমাট আসর। নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত।
আজ রোববার দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া ফাইনাল ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতীয় দলের অধিনায়ক ও ওপেনার রোহিত শর্মা। ৮৩ বলে ৭৬ রানের ইনিংস খেলে তিনিই জয়ের ভীত গড়ে দিয়েছিলেন। অবশেষে প্রাপ্য সম্মাননাও পেয়েছেন ডানহাতি ভারতীয় অভিজ্ঞ ব্যাটার।
শিরোপা জয় ও ম্যাচসেরা হওয়ার পর রোহিত বলেন, ‘এটি সত্যিই দারুণ অনুভূতি। পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা ভালো ক্রিকেট খেলেছি। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফলাফল পাওয়াটা অসাধারণ।’
নিজের আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল নিয়ে রোহিত বলেন, ‘এটি আমার স্বাভাবিক খেলা নয়, তবে আমি এটি করতে চেয়েছিলাম। যখন ভিন্ন কিছু করতে চান, তখন দলের ও ম্যানেজমেন্টের সমর্থন প্রয়োজন হয়। আমি আগেই রাহুল (রাহুল দ্রাবিড়) ভাইয়ের সঙ্গে কথা বলেছি, এখন গৌতি (হেড কোচ গৌতম গম্ভীর) ভাইয়ের সঙ্গেও আলোচনা করেছি। এটি আমার সত্যিই চাওয়ার একটি বিষয় ছিল। এত বছর ধরে আমি ভিন্ন স্টাইলে খেলেছি, আর এখন এই নতুন কৌশল থেকে আমরা ফলাফল পাচ্ছি।’
সিরিজসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের টপঅর্ডার রাচিন রাবিন্দ্রা। ৪ ইনিংস ব্যাট করার সুযোগ পেয়ে তিনি করেছেন ২৬৩ রান। গড় ৬৫.৭৫, স্ট্রাইকরেট ১০৬.৪৭।
পুরস্কার গ্রহণের সময় রাবিন্দ্রা বলেন, ‘এটি অম্ল-মধুর অনুভূতি। একটি দুর্দান্ত ফাইনাল ছিল। ব্যক্তিগত স্বীকৃতি দারুণ, আর দলের হয়ে খেলা সবসময়ই আনন্দের।’
রাবিন্দ্রার সবগুলো সেঞ্চুরিই (৫টি) আইসিসি ইভেন্টে। এ কারণে তাকে প্রশ্ন করা হয়, ‘আপনি আইসিসি টুর্নামেন্টে এত ভালো খেলোয়াড় কেন?’
জবাবে রাবিন্দ্রা বলেন, ‘হয়তো আমরা ভালো উইকেটে খেলতে পাই। আমি টুর্নামেন্ট ক্রিকেট খেলতে পছন্দ করি। কারণ এখানে নির্দিষ্ট একটি লক্ষ্য থাকে। আমার অতীত নিয়ে আমি গর্বিত। অনেক মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। ট্রফি জয় করে আরও ভালো লাগতো। কিন্তু ক্রিকেট খুবই নির্মম খেলা। স্কোয়াডের প্রতিটি সদস্যেরই ভূমিকা রয়েছে। এখানে অভিজ্ঞ বা নতুন কেউ আলাদা নয়। আমরা সবাই একসাথে দল হিসেবে খেলি।’
ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ভারত।
এমএইচ/