বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হচ্ছে আজ বুধবার। ২০২৩-২০২৫ চক্রের ফাইনালে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
প্রথমবারের মতো ফাইনালে উঠেছে দক্ষিণ আাফ্রিকা। অন্যদিকে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ২০২১-২০২৩ চক্রের চ্যাম্পিয়ন।
আজ বুধবার ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডসে টস জিতেছে দক্ষিণ আফ্রিকা। টস জিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছে প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকা একাদশ
এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, উইয়ান মুলডার, টেম্বা বাভুমা (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, কাইল ভেরেইনে, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি
অস্ট্রেলিয়া একাদশ
উসমান খাজা, মারনাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, স্টিভেন স্মিথ, ট্র্যাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, জশ হ্যাজেলউড।
এমএইচ/