ফিফটি সৌম্য-সাইফ হাসানের, দারুণ সূচনা বাংলাদেশের

4 hours ago 2

আগের ম্যাচেও ফিফটি পেতে পারতেন সৌম্য সরকার; কিন্তু তিনি আউট হয়ে গিয়েছিলেন ৪৫ রান করে। তবে, সেই আক্ষেপ আজ তৃতীয় ওয়ানডেতে এসে ঘোচালেন তিনি। ৪৮ বলেই ক্যারিয়ারের ১৪তম ফিফটির দেখা পেয়ে গেলেন তিনি।

শুধু সৌম্য সরকারই নয়, ফিফটি করলেন আরেক ওপেনার সাইফ হাসানও। গুদাকেশ মোতিকে বাউন্ডারি মেরে ক্যারিয়ারের প্রথম ফিফটি পূরণ করেন বাংলাদেশ দলের ওপেনার সাইফ হাসান। ৪৪তম বলে ৪টি বাউন্ডারি ও ৪টি ছক্কার মার মেরে নিজ ক্যারিয়ারে নতুন এই মাইলফলকে পৌঁছান তিনি।

দুই ওপেনারের অসাধারণ ব্যাটিংয়ে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশও। তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসানের ব্যাটে ১৫.৩ ওভারেই ১০০ পার হয়ে যায় বাংলাদেশ।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ১৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১১৮ রান। সৌম্য সরকার ৬২ এবং সাইফ হাসান ব্যাট করছেন ৫৩ রান নিয়ে।

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ব্রেন্ডন কিং, অ্যালিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফানে রাদারফোর্ড, অ্যাকিম অগাস্টে, রস্টোন চেজ, জাস্টিন গ্রিভস, গুদাকেশ মোতি, খ্যারি পিয়েরে, আকিল হোসেইন।

আইএইচএস

Read Entire Article