ফিরছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় শোটির দ্বিতীয় সিজনের প্রচার শুরু হচ্ছে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে। বঙ্গ প্রযোজিত এই অনুষ্ঠানটি প্রতি সোমবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে সম্প্রচারিত হবে। পুনঃপ্রচার দেখা যাবে একই চ্যানেলে প্রতি বুধবার বেলা ১টায়। টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও শোটি উপভোগ করতে পারবেন দর্শকরা। বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটে যে কোনো সময় সম্পূর্ণ ফ্রিতে দেখা যাবে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। এ ছাড়া শোয়ের বিভিন্ন আপডেট এবং পর্বের বিশেষ মুহূর্তগুলো নিয়মিত প্রকাশ করা হবে অনুষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজে। প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ জানিয়েছে, প্রথম সিজনের বিপুল সাফল্যের ধারাবাহিকতায় সিজন ২ হতে যাচ্ছে আরও বড় পরিসরের ও রোমাঞ্চকর। আগের সিজনে টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্ম মিলিয়ে ১০০ কোটির বেশি ভিউ অর্জনের পাশাপাশি ৩০ লাখ টাকারও বেশি পুরস্কার জয়ের রেকর্ড গড়েছিল এই শো। এবার থাকছে আরও আকর্ষণীয় পুরস্কার এবং প্রতিটি পর্বে বাড়তি উত্তেজনা। অনুষ্ঠানটি পরিচালনা করছেন ওয়াহিদুল ই

ফিরছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় শোটির দ্বিতীয় সিজনের প্রচার শুরু হচ্ছে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে। বঙ্গ প্রযোজিত এই অনুষ্ঠানটি প্রতি সোমবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে সম্প্রচারিত হবে। পুনঃপ্রচার দেখা যাবে একই চ্যানেলে প্রতি বুধবার বেলা ১টায়।

টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও শোটি উপভোগ করতে পারবেন দর্শকরা। বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটে যে কোনো সময় সম্পূর্ণ ফ্রিতে দেখা যাবে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। এ ছাড়া শোয়ের বিভিন্ন আপডেট এবং পর্বের বিশেষ মুহূর্তগুলো নিয়মিত প্রকাশ করা হবে অনুষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজে।

প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ জানিয়েছে, প্রথম সিজনের বিপুল সাফল্যের ধারাবাহিকতায় সিজন ২ হতে যাচ্ছে আরও বড় পরিসরের ও রোমাঞ্চকর। আগের সিজনে টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্ম মিলিয়ে ১০০ কোটির বেশি ভিউ অর্জনের পাশাপাশি ৩০ লাখ টাকারও বেশি পুরস্কার জয়ের রেকর্ড গড়েছিল এই শো। এবার থাকছে আরও আকর্ষণীয় পুরস্কার এবং প্রতিটি পর্বে বাড়তি উত্তেজনা।

অনুষ্ঠানটি পরিচালনা করছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। এবারের সিজনের অন্যতম নতুনত্ব হলো প্রশ্ন তৈরির প্রক্রিয়া। তাহসান খান জানান, “এবারের সিজনের প্রশ্নগুলোর সার্ভে করা হয়েছে বাংলাদেশের ৬৪টি জেলা থেকে। ফলে উত্তরগুলো হয়েছে আরও বাস্তবধর্মী, মজার ও চমকপ্রদ। প্রতিযোগীদের ভাবনার সুযোগ বেশি থাকায় প্রতিটি এপিসোড হয়েছে আরও প্রাণবন্ত।”

সিজন ২-এর আয়োজনে সহযোগিতা করেছে আমরূপালি, সুন্দরা, সিঙ্গার বেকো, ক্লথ স্টুডিও, প্রগতি ইনস্যুরেন্সসহ দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান।

বঙ্গের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ কেবল একটি গেম শো নয়; এটি পরিবারকে একসঙ্গে হাসি, আনন্দ ও ভালোবাসার বন্ধনে বাঁধার একটি উৎসব। মা–বাবা ও সন্তানদের এক দলে খেলা, ভাইবোনের খুনসুটি আর মজার উত্তর—সব মিলিয়ে শোটি পরিবার কেন এত গুরুত্বপূর্ণ, তা নতুন করে মনে করিয়ে দেয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow