ফিরে গেলেন হামজা-শামিত, ফাহামিদুলের ফ্লাইট মঙ্গলবার

2 months ago 40

মঙ্গলবার রাতে ঢাকা জাতীয় স্টেডিয়াম থেকে ফুটবলাররা হোটেলেই ফিরেই প্রস্তুতি নিতে থাকেন যে যার গন্তব্যে যাওয়ার জন্য। সিঙ্গাপুরের বিপক্ষে দুর্ভাগ্যজনকভাবে হারের পর বাংলাদেশের টিম হোটেলে ছিল গুমোট পরিবেশ। ভালো খেলা, লড়াই করা- এসব মূল্যহীন কাছাকাছি শক্তির দলের কাছে এমন হারে।

রাতেই বাফুফে শীর্ষ কয়েকজন কর্মকর্তা টিম হোটেলে গিয়েছিলেন। তারা ফুটবলারদের বাহবা দিয়েছেন। ভোরেই যেহেতু হামজা ও শামিতের ফ্লাইট ছিল, তাই তাদেরও বিদায় দিয়েছেন। জাতীয় ফুটবল দলের পরের ম্যাচ অক্টোবরে হংকংয়ের বিপক্ষে। দেখা হবে অক্টোবরে বলেই লন্ডনের ফ্লাইটে চেপেছেন হামজা দেওয়ান চৌধুরী।

নতুন পরিবেশ, প্রথম ম্যাচ-শামিত কেমন খেলেছেন সেই প্রশ্নও ঘুরছে ফুটবল অঙ্গনে। বাংলাদেশ যে আক্রমণগুলো তৈরি করেছিল তার বেশিরভাগই ছিলো শামিতের যোগান থেকে। অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে প্রথম ম্যাচেই নজর কেরেছেন কানাডা প্রবাসী এই ফুটবলার। তার কিছু নিখুঁত বল ডেলিভারি এবং দুর্দান্ত গতিতে প্রতিপক্ষের অর্ধে ঢুকে পড়ার বিষয়টি ফুটবল ভক্তদের মনে থাকবে অনেক দিন। ম্যাচটি জিতলে অথবা ড্র হলেও শামিতের অভিষেকটা আরো রঙিন হতো।

কানাড জাতীয় দলের জার্সিতে ২ ম্যাচ খেলা শামিত সোম হামজার সাথে একই ফ্লাইটে ঢাকা ছেড়েছেন বুধবার ভোর সাড়ে ৬টার দিকে। টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে তুরস্ক পর্যন্ত একসঙ্গে যাবেন তারা। এরপর হামজা ধরবেন লন্ডনের ফ্লাইট, শামিত কানাডার।

ভুটানের বিপক্ষে অভিষেক হওয়া ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামও খেলেছেন সিঙ্গাপুরের বিপক্ষে। ইতালির চতুর্থ বিভাগের দলে খেলা ফাহামিদুল ঢাকা থাকছেন আরো কিছুদিন। তার ইতালির বিমান ধরার কথা রয়েছে ১৭ জুন।

বুধবার সকালে ঢাকা ছেড়েছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাও। ঘরোয়া ফুটবলে চলছে দলবদল। আপাতত খেলা নেই। আবার কোচের স্ত্রীও অসুস্থ। সব মিলিয়ে লম্বা একটা সময় ছুটি কাটাতে পারবেন এই স্প্যানিশ। মাঠে ফুটবল না থাকলে ঢাকায় বসে করবেনই বা কি?

আরআই/আইএইচএস/

Read Entire Article