ফিলিপাইনে শক্তিশালী ঝড় আঘাত হেনেছে। পুলিশ ও দুর্যোগ কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় রোববার দেশটির প্রধান দ্বীপ লুজনজুড়ে গ্রীষ্মমন্ডলীয় ঝড় ফেংশেনের তাণ্ডবে একটি পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে।
পুলিশ কর্মকর্তা সনি ওম্বাজিনো এএফপিকে জানিয়েছেন, ভোরবেলা বাড়ির ওপর গাছ পড়ে দুই এবং ১১ বছর বয়সী দুই শিশুসহ একটি পরিবারের পাঁচ সদস্য নিহত হন।
রাজধানী ম্যানিলা থেকে প্রায় ১৫৩ কিলোমিটার (৯৫ মাইল) দক্ষিণ-পূর্বের পিটোগো শহরের কাছে একটি গ্রামে এই দুর্ঘটনা ঘটেছ। ঝড়টি রাতভর লুজনের দক্ষিণ-পূর্ব অংশজুড়ে তাণ্ডব চালিয়েছে।
রাজ্যের আবহাওয়া পরিষেবা জানিয়েছে, রোববার ভোরে ম্যানিলা উপসাগরের ওপর দিয়ে ৯০ কিলোমিটার (৫৬ মাইল) প্রতি ঘন্টা বেগে ঝড়ো হাওয়া বয়ে গেছে এবং রাজধানী ম্যানিলার উত্তরে অবস্থিত প্রদেশগুলোতে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।
স্থানীয় দুর্যোগ কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার থেকে দক্ষিণ-পূর্ব লুজনজুড়ে কমপক্ষে ৪৭ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে সরকার নির্ধারিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে চলে গেছেন। ঝড়ের প্রভাবে বন্যা এবং ভূমিধস আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে।
ফিলিপাইনে প্রতি বছর প্রায় ২০টি ঝড় এবং টাইফুন আঘাত হানে। বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন যে, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী উষ্ণ হওয়ায় প্রাকৃতিক দুর্যোগ বেড়ে গেছে।
টিটিএন