ফিলিস্তিনি যোদ্ধাদের পেতে রাখা বোমায় ৩ ইসরায়েলি সেনা নিহত

2 months ago 8

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় জাবালিয়া এলাকায় রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে তিন ইসরায়েলি সেনা নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। তারা একটি সামরিক অভিযানে অংশ নিচ্ছিলেন।

মঙ্গলবার (০৩ জুন) সকালে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল সেনাবাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

নিহতরা হলেন কমব্যাট মেডিক স্টাফ সার্জেন্ট লিওর স্টেইনবার্গ (২০), কমব্যাট মেডিক স্টাফ সার্জেন্ট ওফেক বারহানা (২০) ও স্কোয়াড কমান্ডার স্টাফ সার্জেন্ট ওমর ভ্যান গেলডার (২২)।

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এদিনের এই ঘটনা তাদের সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় সামরিক ক্ষতির ঘটনা হিসেবে বিবেচিত হয়েছে।

নিহত সেনারা আইডিএফের নবম আর্মার্ড ব্যাটালিয়নের একটি প্লাটুনের সদস্য ছিলেন এবং বিশেষ অভিযানে অংশ নিয়েছিলেন।

আইডিএফের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই পাঁচ সেনা হামভি জিপে করে সেনাবাহিনীর ফায়ার ইঞ্জিনকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিলেন। তাদের মূল লক্ষ্য ছিল গাজায় ইসরায়েলি সাঁজোয়া যান (এপিসি)-র আগুন নেভানো, যা কারিগরি ত্রুটির কারণে লেগেছিল।

তবে জাবালিয়া এলাকা থেকে বের হওয়ার পথে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরিত হয়, যার ফলে তিন সেনা নিহত হন এবং দুইজন আহত হন। আহতদের মধ্যে কেউ কেউ এখনও পুরোপুরি আশঙ্কামুক্ত নন।

পরবর্তীতে আইডিএফ ওই এলাকায় রাস্তার দুই পাশে মোট ২০টি বোমা আরও চিহ্নিত করে, যেগুলো বিস্ফোরণের জন্য প্রস্তুত রাখা হয়েছিল। তবে সেগুলো কেন বিস্ফোরিত হয়নি, তা এখনো স্পষ্ট নয়।

আহত সেনাদের উদ্ধার করতে সময় ও কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে উদ্ধারকারী দলকে। ওই সময় সেনারা বুঝতে পেরেছিলেন আশপাশে আরও বিপুল পরিমাণ বোমা পেতে রাখা রয়েছে। পরে ওই এলাকা থেকে নিরাপদে বের হতে বেশ কয়েক দফা গুলি চালাতে হয়।

আইডিএফ ঘটনার তদন্ত শুরু করেছে এবং চেষ্টা করছে হামাস সদস্যরা কীভাবে সেনাবাহিনীর ব্যবহৃত সড়ক চিহ্নিত করে বোমা স্থাপন করেছে তা উদঘাটন করতে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানান এবং শোক প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলি ভূখণ্ডে এক অনাকাঙ্ক্ষিত হামলা চালায়, যেখানে প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫০ জন জিম্মি হন। এ ঘটনার প্রতিশোধে ইসরায়েল গাজায় ব্যাপক পাল্টা হামলা শুরু করে।

যুদ্ধবিরতি থাকার দুই দফার মধ্যে প্রায় আড়াই মাস যুদ্ধ বিরতি থাকলেও, গত ৬০০ দিনের বেশি সময় ধরে গাজায় চলমান হামলায় প্রায় ৫৪,৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক, নারী ও শিশু।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানায়, ৭ অক্টোবরের হামলা শুরু থেকে ৮৬১ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ১৮ মার্চের পর থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের পর প্রাণ হারিয়েছেন আরও ১৩ সেনা।

Read Entire Article