ইসরাইল-হামাস যুদ্ধে গাজায় নির্যাতিত ফিলিস্তিনিরা জন্মভূমি ছেড়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে পার্শ্ববর্তী দেশ মিশরে। এসব ফিলিস্তিনি শরণার্থীদের মানবিক সহায়তা দিতে এগিয়ে এসেছে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি বাংলাদেশের বেশ কয়েকটি মানবিক সাহায্য সংস্থা।
সম্প্রতি মিশরের রাজধানী কায়রোর আব্বাসিয়ায় তাতবিকাইন টাওয়ারের এক অনুষ্ঠানের মাধ্যমে বিএম সাবাব ফাউন্ডেশন একশোরও বেশি ফিলিস্তিনি শরণার্থী পরিবারের মাঝে নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণ করে। এছাড়াও মানবিক সংস্থাটি কায়রোস্থ রেড ক্রিসেন্ট হাসপাতালে যুদ্ধাহত ফিলিস্তিনি রোগীদের মাঝে চিকিৎসা সহায়তা দিয়েছে।
এ সময় মিশরে বাংলাদেশের শিক্ষার্থীদের মানবিক সংস্থা ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হুজাইফা খান-কে বি এম সাবাব ফাউন্ডেশনের মধ্যপ্রাচ্য অঞ্চলের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব প্রদান করে ও তার হাতে সম্মাননা স্মারক তুলে দেয় বিএম সাবাব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহিবুল ইসলাম।
বিএম সাবাব ফাউন্ডেশনের চেয়ারম্যান জানান, মিশরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি শরণার্থীদের জন্য মানবিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে আমরা একটি বিশেষ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে যুদ্ববিধ্বস্ত একশোরও বেশি অসহায় শরণার্থী পরিবারের তালিকা প্রস্তুত করে তাদের মাঝে শীত নিবারণের জন্য উন্নত মানের কম্বল, খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করেছি।
তিনি আরও জানান, অস্ট্রেলিয়াভিত্তিক বাংলাদেশি মানবিক সেবা সংস্থা বাপ্পী-শাকিলা ফাউন্ডেশন ও বি.এম. সাবাব ফাউন্ডেশন যৌথভাবে ভবিষ্যতে এই ধরনের আরও মানবিক সহায়তা কার্যক্রম আয়োজনের পরিকল্পনা করবে। যেন ফিলিস্তিন শরণার্থীদের জীবন যাত্রার মান আরও উন্নত করে তাদের মানবিক সংকটের অবসান ঘটানো যায়।
ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্য অঞ্চলের শরণার্থীদের জন্য ভবিষ্যতে আরও কার্যকরী উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন এবং সহায়তার মাধ্যমে একটি স্থিতিশীল পরিবেশ তৈরির জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান মুহিবুল ইসলাম।
এমআরএম