ফিলিস্তিনের মুক্তি ও ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা পুনর্বহালের দাবি

3 hours ago 6

ফিলিস্তিনের ওপর ইসরায়েলি নির্যাতন বন্ধ ও বাংলাদেশি পাসপোর্টধারীদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় বিপ্লবী পরিষদ।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনের দিকে অগ্রসর হয় জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা।

এসময় ব্যানারে ফ্রি ফ্রি প্যলেস্তাইন; ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ; ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তিপাক’সহ ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা।

জাতীয় বিপ্লবী পরিষদের সদস্যসচিব হাসান মোহাম্মদ আরিফ বলেন, আমরা প্রতি শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল করি। ফিলিস্তিনের গাজা দখলের যে নতুন ঘোষণা দিয়েছে, সেই ঘোষণার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আজন্ম ফিলিস্তিনের মানুষের স্বাধীনতার পক্ষে ছিল। ফিলিস্তিনের মানুষের জন্য জীবন দিয়েছে। ফিলিস্তিনের পক্ষে থাকবে।

তিনি বলেন, বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল সফরের বাতিল করা অনুমতি তুলে দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। আমরা বর্তমান সরকারের কাছে বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য ইসরায়েল ভ্রমণের নিষেধাজ্ঞা পুনর্বহাল চাই।

কেআর/এমকেআর/জিকেএস

Read Entire Article