ফুটপাতের দোকান থেকে চাঁদা আদায়, গ্রেফতার ১

4 days ago 4

রাজধানীর শাহজাহানপুর থানা এলাকার ফুটপাতের বিভিন্ন দোকান থেকে চাঁদা আদায়ের অভিযোগে খলিল শিকদার (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার খলিল ও তার সহযোগীরা ফুটপাতের ভাতের হোটেল থেকে দৈনিক ২০০ টাকা এবং চায়ের দোকান থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল।

বুধবার (১৫ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে চাঁদা আদায়ের গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ শাহজাহানপুরের ইসলামী ব্যাংক হাসপাতালের পাশে ফুটপাতের দোকানে অভিযান চালায় শাহজাহানপুর থানার একটি টহল টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে খলিলকে গ্রেফতার করা হয়। এসময় তার সহযোগীরা পালিয়ে যায়। গ্রেফতারের সময় তার কাছ থেকে বিভিন্ন দোকান থেকে আদায় করা ৩৮০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার খলিল জানিয়েছে, সহযোগীদের নিয়ে বেশ কিছুদিন ধরে স্থানীয় ফুটপাতের বিভিন্ন ভাতের হোটেল থেকে দৈনিক ২০০ টাকা এবং চায়ের দোকান থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল।

গ্রেফতার খলিলসহ সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ডিএমপির শাহজাহানপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার নিবিড় তদন্ত ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তালেবুর রহমান।

টিটি/এমএএইচ/এমএস

Read Entire Article