সড়কের পাশে ফুটপাতে পরিত্যক্ত একটি লাল রঙের প্যাকেট থেকে ৮৩ রাউন্ড তাজাগুলি উদ্ধার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বগুড়া শহরের তিনমাথা-সাতমাথা সড়কের কামারগাড়ি এলাকার থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাতে কামারগাড়ি এলাকার সড়কের পাশের ফুটপাতে একটি লাল রঙের প্যাকেট উদ্ধার করে ডিবি পুলিশ। পরে সেই প্যাকেট থেকে পয়েন্ট ২ দশমিক ২ বোরের ৮০ রাউন্ড ও শটগানের ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া ২ দশমিক ২ বোরের ৮০ রাউন্ড গুলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যবহৃত হয় না ৷ দুর্বৃত্তরা সড়কের পাশে গুলিগুলো ফেলে রেখে যায়।
বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার কালবেলাকে বলেন, কে বা কারা গুলিগুলো কেন বা কী উদ্দেশে রেখে গিয়েছিল এ ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে। সেই সঙ্গে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।