ফুটবলেও আসছে ডিআরএস?

2 months ago 31
বর্তমানে বিশ্বের বিভিন্ন খেলার অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধরা হয় ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএসকে। টেনিস থেকে শুরু করে ক্রিকেট প্রত্যেকটি খেলার মান অনেকগুণ বাড়িয়ে দিয়েছে ডিআরএস। ডিআরএসের মাধ্যমে রেফারি বা আম্পায়ারের ভুল সিদ্ধান্তও অনেকটাই কমানো গেছে। তবে জনপ্রিয় খেলাগুলোর মধ্যে ফুটবলে ছিল না এই প্রযুক্তি এবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাতেও দেখা যাবে ডিআরএস প্রযুক্তির ব্যবহার এমনটাই জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লি’ইকুয়েপে। তবে অন্য খেলায় যেমন খেলোয়াড়রা ব্যবহার করতে পারে ডিআরএস, ফুটবলে সেই সুযোগ থাকছে না। ফিফা ফুটবলে শুধুমাত্র কোচদের জন্য বিশেষ এক "চ্যালেঞ্জ" ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে, যা বর্তমান ভিএআর ব্যবস্থার একটি বিকল্প হতে পারে। ফুটবল ভিডিও সাপোর্ট (এফভিএস) নামে পরিচিত এই ব্যবস্থা কোচদের ম্যাচে অন্তত দু'বার কোনো বিতর্কিত সিদ্ধান্তের বিপক্ষে চ্যালেঞ্জ জানানোর সুযোগ দেবে। ফিফার ইচ্ছা এই ব্যবস্থাকে বিশ্বব্যাপী প্রয়োগের আগে আরও কিছু পরীক্ষার মাধ্যমে এর কার্যকারিতা নিশ্চিত করা। এফভিএস ব্যবস্থাটি এই বছর অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হয়েছে। ফিফার রেফারি কমিটির প্রধান এবং সাবেক রেফারি পিয়েরলুইজি কোলিনা জানিয়েছেন, এই পরীক্ষাগুলো এখনো পর্যন্ত কোনো অপ্রত্যাশিত সমস্যা তৈরি করেনি এবং এই ফলাফলগুলো পর্যালোচনা করে বোর্ডের অনুমোদনের জন্য একটি রিপোর্ট তৈরি করা হবে। তবে কোলিনা সতর্ক করেছেন যে এফভিএস ভিএআরের মতো পুরোপুরি একই সুবিধা প্রদান করবে না, কারণ এতে ক্যামেরার সংখ্যা সীমিত থাকবে, যা দিয়ে ভিএআর-এর মতো স্পষ্ট ছবি পাওয়া সম্ভব নয়। বেশ কয়েকটি লীগ ইতিমধ্যেই এই ব্যবস্থাটি পরীক্ষা করার আগ্রহ প্রকাশ করেছে। এই উদ্যোগ সফল হলে, ফুটবলে কোচদের সিদ্ধান্ত পুনর্মূল্যায়নের সুযোগ প্রদান একটি নতুন মাত্রা যোগ করবে, যা খেলায় প্রযুক্তির ব্যবহারে আরও উন্নতি আনবে বলে আশা করা হচ্ছে।
Read Entire Article