ফেনীতে অবিস্ফোরিত দুটি গ্রেনেড উদ্ধার

3 weeks ago 14
ফেনীর ফুলগাজীতে অবিস্ফোরিত দুটি গ্রেনেড পাওয়া গেছে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, স্থানীয় কৃষক মামুন গরু চরাতে গিয়ে দক্ষিণ ধর্মপুর ২নং ওয়ার্ডের সুজামিয়া প্রধানের বাড়ির দক্ষিণ-পূর্ব পাশে গাছের গোড়ায় গ্রেনেড দুটি দেখতে পান। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে রাখে এবং গ্রেনেড উদ্ধারের জন্য বোম ডিসপোজাল ইউনিটকে খবর পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেনেড দুটি বহু পুরোনো। দীর্ঘদিন মাটির নিচে পুঁতে রাখা ছিল। সাম্প্রতিক বর্ষা ও বন্যার কারণে উপরের মাটি সরে গিয়ে এগুলো দৃশ্যমান হয়েছে। ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান কালবেলাকে বলেন, খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই। তবে বোম ডিসপোজাল টিম ছাড়া এ মুহূর্তে গ্রেনেড দুটি সম্পর্কে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। টিমকে খবর দেওয়া হয়েছে, তারা এসে সঠিকভাবে পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
Read Entire Article