ফের চেন্নাইয়ের নেতৃত্বে ধোনি!

11 hours ago 4

আবারও চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে দেখা যেতে পারে দলটির কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হোম ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন।

গায়কোয়াড় যদি সময়মতো ফিট হয়ে উঠতে না পারেন, তবে আজকের (শনিবার) ম্যাচে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন ধোনি। এমন ইঙ্গিত পাওয়া গেছে চেন্নাই ম্যানেজম্যান্টের পক্ষ থেকে।

গত রোববার গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে কনুইয়ে আঘাত পান গায়কোয়াড়। পরে অবশ্য চিকিৎসা নিয়ে ব্যাটিং চালিয়ে গিয়েছিলেন তিনি। করেন হাফসেঞ্চুরিও।

তবে শুক্রবার গায়কোয়াড় মাত্র দশ মিনিট অনুশীলন করেন। তাই তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। যদি গায়কোয়াড় শেষ পর্যন্ত খেলতে না পারেন, তবে ধোনিই হবেন সেরা অপশন।

৪৩ বছর বয়সী ধোনি সেই ২০০৮ সাল থেকে চেন্নাইয়ের নেতৃত্বে ছিলেন। পাঁচবার দলকে শিরোপা জিতিয়েছেন। ২০২৩ সালে শেষবার চেন্নাইয়ের অধিনায়ক ছিলেন ধোনি, সেবারই পঞ্চম শিরোপা পেয়েছে দলটি।

তবে ভবিষ্যতের ভাবনা মাথায় রেখে পরের আসরেই রুতুরাজকে অধিনায়ক করে চেন্নাই। ২০২৪ আসরে চেন্নাই অবশ্য পঞ্চম হয়ে শেষ করে, নেট রানরেটের চক্করে তারা প্লেঅফে খেলতে পারেনি।

এমএমআর/এএসএম

Read Entire Article