ফের বিয়ে করলেন মধুমিতা

সব জল্পনার অবসান ঘটিয়ে ফের বিয়ের পিঁড়িতে বসলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। শুক্রবার সরস্বতী পূজার শুভ লগ্নে দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে কাগজে-কলমে সাত পাকে বাঁধা পড়লেন তিনি। বিয়ের আসরে মধুমিতা ধরা দিয়েছিলেন চিরায়ত বাঙালি কনের সাজে। পরনে লাল টুকটুকে বেনারসি, গা ভর্তি সোনার গয়না আর কপালে সূক্ষ্ম চন্দনের আলপনা—সব মিলিয়ে যেন এক মায়াবী রূপ। নিজের বিয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী বলেন, ‘পর্দার বিয়ের সঙ্গে এটার কোনো তুলনাই হয় না। নিজের বিয়ে তো সবচেয়ে বেশি স্পেশাল।’ মধুমিতার বাস্তব জীবনের নায়ক দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী। তবে পেশা ভিন্ন হলেও শখের জায়গায় দুজনের মিল রয়েছে, দুজনেই ভীষণ ভ্রমণপিপাসু। গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলা তাদের এই প্রেমের সম্পর্ক অবশেষে পরিণয়ে রূপ নিল। এর আগে গত ১৮ জানুয়ারি বাগদান সেরেছিলেন তারা, যেখানে সোশ্যাল মিডিয়ায় হবু বরের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছিলেন—‘শুধুই আমার’। বিয়েতে পরিচালক শিলাদিত্য মৌলিকসহ শোবিজের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন এবং নবদম্পতির ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত, এটি মধুমিত

ফের বিয়ে করলেন মধুমিতা

সব জল্পনার অবসান ঘটিয়ে ফের বিয়ের পিঁড়িতে বসলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। শুক্রবার সরস্বতী পূজার শুভ লগ্নে দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে কাগজে-কলমে সাত পাকে বাঁধা পড়লেন তিনি। বিয়ের আসরে মধুমিতা ধরা দিয়েছিলেন চিরায়ত বাঙালি কনের সাজে। পরনে লাল টুকটুকে বেনারসি, গা ভর্তি সোনার গয়না আর কপালে সূক্ষ্ম চন্দনের আলপনা—সব মিলিয়ে যেন এক মায়াবী রূপ। নিজের বিয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী বলেন, ‘পর্দার বিয়ের সঙ্গে এটার কোনো তুলনাই হয় না। নিজের বিয়ে তো সবচেয়ে বেশি স্পেশাল।’

মধুমিতার বাস্তব জীবনের নায়ক দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী। তবে পেশা ভিন্ন হলেও শখের জায়গায় দুজনের মিল রয়েছে, দুজনেই ভীষণ ভ্রমণপিপাসু। গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলা তাদের এই প্রেমের সম্পর্ক অবশেষে পরিণয়ে রূপ নিল। এর আগে গত ১৮ জানুয়ারি বাগদান সেরেছিলেন তারা, যেখানে সোশ্যাল মিডিয়ায় হবু বরের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছিলেন—‘শুধুই আমার’। বিয়েতে পরিচালক শিলাদিত্য মৌলিকসহ শোবিজের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন এবং নবদম্পতির ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রসঙ্গত, এটি মধুমিতার দ্বিতীয় বিয়ে। এর আগে ক্যারিয়ারের শুরুতে ভালোবেসে অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন তিনি, তবে সেই সংসার টেকেনি। দীর্ঘ বিরতি ও বিচ্ছেদের পর অবশেষে বন্ধু দেবমাল্যের হাত ধরেই নতুন জীবনে পা রাখলেন ‘পাখি’ খ্যাত এই অভিনেত্রী। নতুন দম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসাচ্ছেন ভক্তরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow