ফের শুরু এনআইডি সংশোধন কার্যক্রম 

দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৫ জানুয়ারি) বিকেল থেকে এনআইডি সংশোধন সেবা আবার সচল করা হয়। এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, পোস্টাল ভোটের নিবন্ধন ও প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া চলমান থাকায় এতদিন এ কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদ ও প্রয়োজনীয় কাজ সম্পন্ন হওয়ায় স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে আজ থেকে এনআইডি সংশোধন সেবা পুনরায় চালু করা হয়েছে। এতদিন সংশোধন কার্যক্রম বন্ধ থাকার কারণ সম্পর্কে হুমায়ুন কবীর বলেন, আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) এবং ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইপিসিভি) সিস্টেম নিয়ে গুরুত্বপূর্ণ কাজ চলছিল। এ সময়ে সংশ্লিষ্ট নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি ভোটের মাঠে প্রার্থীদের চূড়ান্ত হওয়ার বিষয়টিও ছিল এনআইডি সংশোধন কার্যক্রম স্থগিত থাকার অন্যতম কারণ। উল্লেখ্য, জাতীয় নির্বাচন সামনে রেখে এনআইডিসংক্রান্ত ভুল তথ্য প্রদান বা তথ্য পরিবর্তনের অপচেষ্টা ঠেকাতে গত বছরের ২৪ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এনআইডি সংশোধন কার্যক্র

ফের শুরু এনআইডি সংশোধন কার্যক্রম 

দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল থেকে এনআইডি সংশোধন সেবা আবার সচল করা হয়। এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, পোস্টাল ভোটের নিবন্ধন ও প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া চলমান থাকায় এতদিন এ কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।

তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদ ও প্রয়োজনীয় কাজ সম্পন্ন হওয়ায় স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে আজ থেকে এনআইডি সংশোধন সেবা পুনরায় চালু করা হয়েছে।

এতদিন সংশোধন কার্যক্রম বন্ধ থাকার কারণ সম্পর্কে হুমায়ুন কবীর বলেন, আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) এবং ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইপিসিভি) সিস্টেম নিয়ে গুরুত্বপূর্ণ কাজ চলছিল। এ সময়ে সংশ্লিষ্ট নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি ভোটের মাঠে প্রার্থীদের চূড়ান্ত হওয়ার বিষয়টিও ছিল এনআইডি সংশোধন কার্যক্রম স্থগিত থাকার অন্যতম কারণ।

উল্লেখ্য, জাতীয় নির্বাচন সামনে রেখে এনআইডিসংক্রান্ত ভুল তথ্য প্রদান বা তথ্য পরিবর্তনের অপচেষ্টা ঠেকাতে গত বছরের ২৪ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ রেখেছিল নির্বাচন কমিশন। নতুন নির্দেশনার মাধ্যমে এটি আবারও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow