স্মার্টফোন এখন ২৪ ঘণ্টাই ব্যবহার করছেন। নানান কাজে সারাক্ষণের সঙ্গী স্মার্টফোন। অনলাইন পেমেন্ট, শপিং, টিকিট বুকিং এবং বিনোদন-সব কিছুই আজকাল স্মার্টফোনের দৌলতে হাতের মুঠোয় চলে এসেছে।
এত দরকারি ডিভাইসটিকে সচল রাখতে চার্জ দিতে হয়। এক্ষেত্রে ভরসাযোগ্য এবং আসল চার্জারই ব্যবহার করা উচিত। কারণ হাই কোয়ালিটি অরিজিনাল চার্জার ফোনের পারফরম্যান্স এবং দীর্ঘায়ুর জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আসল চার্জার ব্যবহার করা জরুরি।
এখন অনেক কোম্পানি ফোনের সঙ্গে চার্জার দেয় না। ফলে বাইরে থেকে চার্জার কিনতে হয়। সেক্ষেত্রে নকল চার্জার কেনার সম্ভাবনা বেড়ে যায়। আপনি না জেনেই হয়তো কিনছেন নকল চার্জার। যা আপনার ফোনের ক্ষতি করছে।
চার্জার কেনার আগে দেখে নিন চার্জার আসল কি না। এবং চার্জারের মেয়াদ কতদিন আছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন চার্জারেরও এক্সপায়ার ডেট আছে। এখন প্রশ্ন হচ্ছে কীভাবে জানবেন আপনার চার্জারের এক্সপায়ার ডেট কবে। কীভাবে জানবেন আসুন উপায় জেনে নেওয়া যাক-
>> এজন্য বিআইএস কেয়ার অ্যাপ ডাউনলোড করে নিন। অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ব্যবহারকারীদের জন্য এই অ্যাপটি পাওয়া যায়।
>> অ্যাপ ওপেন করে হোম পেজে যান।
>> হোম স্ক্রিনে গিয়ে একাধিক বিকল্প খুঁজে পাবেন ব্যবহারকারী।
>> এবার ভেরিভাই আর নো. আন্ডার সিআরএস সিলেক্ট করতে হবে। এতে ব্যবহারকারীর সামনে খুলে যাবে দুটি অপশন: ১. প্রোডাক্ট রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে ২. চার্জারে থাকা কিউআর কোডটি স্ক্যান করতে হবে।
>> চার্জারের বিস্তারিত তথ্য পাওয়ার জন্য রেজিস্ট্রেশন নম্বর অথবা কিউআর কোড ব্যবহার করতে হবে। এই তথ্যের মধ্যে চার্জারের এক্সপায়ারি ডেট অন্তর্ভুক্ত থাকবে।
- আরও পড়ুন
- সোশ্যাল মিডিয়া নজর রাখছে আপনার ব্যক্তিগত জীবনেও
- পানি ছাড়াও যেসব কারণে স্মার্টফোন নষ্ট হতে পারে
কেএসকে/এএসএম