ফ্যাসিবাদের দুঃশাসনে অনেকে প্রবাসে যেতে বাধ্য হন : প্রিন্স

8 hours ago 4

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মিথ্যা মামলা এবং গুম-খুনের কারণে আমাদের নেতাকর্মীরা প্রবাসে যেতে বাধ্য হন। বর্তমানেও দেশবিরোধী নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকবে হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

যুক্তরাজ্য শাখা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) নাসির আহমেদ শাহীন; আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মোহাম্মদ সেলিম হোসেন; সহআন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল ও মোস্তাফিজুর রহমান জাহিনের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে জিয়ার সমাধিতে এই শ্রদ্ধা জানানো হয়।

এমরান সালেহ প্রিন্স বলেন, স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানারকম চক্রান্তে লিপ্ত হচ্ছে। দেশের জনগণ এখন ঐক্যবদ্ধ, যত ষড়যন্ত্র করুক না কেন- তারা তা মোকাবিলা করবে। অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ, নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।

এ সময় বিএনপির সহস্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, সহসাংগঠনিক সম্পাদক শাহ আলম তপু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. শেখ ফরিদ, স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখার আহবায়ক নিক্সন জমাদার, ঢাকা মহানগর উত্তর এর সিনিয়র সহসভাপতি লিটন মাহমুদ বাবু, সাংগঠনিক সম্পাদক এস এ খোকন, দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মাহফুজুর রহমান, সহদপ্তর সম্পাদক শৈবালসহ ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

Read Entire Article