কিংবদন্তী বক্সার মাইক টাইসন। তবে বয়সের ভারে কিছুটা নুয়ে পড়েছেন ৫৮ বছর বয়সী এই বক্সার। শুক্রবার (১৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে ২৭ বছর বয়সী জ্যাক পলের কাছে হেরেছেন তিনি।
কিংবদন্তী টাইসনকে হারানোর পর থেকে আলোচনা শুরু হয় কে কত টাকা পেলেন। যদিও কে কতো টাকা পেয়েছেন, তা কেউই সঠিক তথ্য জানতে পারেননি। ম্যাচটি সরাসরি নেটফ্লিক্সেও দেখানো হয়। নেটফ্লিক্সও এ... বিস্তারিত