বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

3 months ago 34

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের দুই কোচ লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে খুলনা, বেনাপোল ও রাজবাড়ীর ট্রেন চলাচল বন্ধ রয়েছে। প্রায় চার ঘণ্টা ধরে ঢাকার সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সব যোগাযোগ বন্ধ রয়েছে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (০৯ মে) রাত সোয়া নয়টায় ভাঙ্গা উপজেলার বামনকান্দা জংশনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন জংশন মাস্টার সাকিব হাসান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা থেকে আটটায় ছেড়ে ভাঙ্গা জংশনে এসে রাত নয়টা দশ মিনিটে এসে পৌঁছায়। সেখান থেকে ট্রেন মাস্টারের পারমিশন ছাড়াই একজন অনভিজ্ঞ স্টাফ পয়েন্ট থেকে পজিশন চেঞ্জ করার সময় ভুলবশত ইঞ্জিনের বগি ও লাগেজ ভ্যান লাইনচ্যুত হয়ে পড়েছে। এতে ঢাকার সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সব যোগাযোগ বন্ধ রয়েছে।

এক বিষয়ে জংশন মাস্টার সাকিব হোসেন কালবেলাকে জানান, ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেসটি ভাঙ্গা রেল জংশন থেকে বের হওয়ার কিছুদূর পরে গিয়ে ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। সামনের ইঞ্জিন এবং লাগেজ ভ্যান দুইটি এক লাইন হতে অন্য লাইনের উপর চলে যায়। কোনো ক্ষয়ক্ষতির হয়নি, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ট্রেনটি ছাড়ার জন্য।

ভাঙ্গা বামনকান্দা রেল জংশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ খায়রুজ্জামান সিকদার জানান, লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন আসছে ঘটনাস্থলে। ট্রেনের যাত্রীরা নিরাপদে আছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ৭-৮শ যাত্রী বিভিন্ন পরিবহণে তাদের গন্তব্যে চলে গেছেন। ভাঙ্গা থানা পুলিশ, রেল স্টেশন পুলিশসহ বিভিন্ন রেলের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

Read Entire Article