বগুড়ায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার শেরপুরে বিএনপির সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী প্রচারণার গাড়ি বহরে হামলা-ভাঙচুরের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার গাড়ীদহ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও একই ইউনিয়নের দড়িপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে হাফিজুর রহমান টিটু (৩৫), মির্জাপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি স্থানীয় মাথাইল চাপড় গ্রামের আনিছুর রহমানের ছেলে মাসুদ রানা (৩৯) এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মির্জাপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক একই ইউনিয়নের ভাদড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে আমিনুল ইসলাম (৩৩)।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ছিলেন গোলাম মোহাম্মদ সিরাজ। ওই বছরের ২৪ ডিসেম্বর বেলা আড়াইটার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে বের হন তিনি। একপর্যায়ে উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী বটতলা নামক স্থানে মামলায় অভিযুক্তরা অস্ত্রসস্ত্রে সর্জিত হয়ে বিএনপির ওই প্রার্থীর প্রচারণার গাড়িবহরে হামলা চালান।
এ সময় বেশকয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করা হয়। সেই সঙ্গে ধারালো রাম-দা দিয়ে একটি জিপ গাড়ি ও দুটি মাইক্রোবাস কুপিয়ে ভাঙচুর চালানো হয়। পাশাপাশি নেতাকর্মীদের বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন অভিযুক্তরা। পরে ছয়টি মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, এই ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। প্রকৃতপক্ষ যারা ওই হামলা ও ভাঙচুরের ঘটনার জড়িতরা কেউ ছাড় পাবে না। তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।