বগুড়ায় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

1 month ago 19

বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দুটি বার্মিজ চাকু ও ছোরাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে ধুনট-গোসাইবাড়ি সড়কের ইছামতি নদীর চরধুনট ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- উপজেলার চরধুনট গ্রামের ভুলু মিয়ার ছেলে রানা মিয়া (৩৫) ও জেল হোসেনের ছেলে আলমগীর হোসেন (৩০)। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রানা ও আলমগীর শনিবার ভোরে চরধুনট ব্রিজ এলাকায় ঘোরাফেরা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের টহল দল সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের দেহ তল্লাশি করে রানার কাছে একটি ছোরা ও আলমগীর হোসেনের কাছ থেকে দুটি বার্মিজ চাকু জব্দ করা হয়। এ ঘটনায় থানার এসআই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে রানা ও আলমগীর হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেন। 

ধুনট থানার ওসি সাইদুল আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরের পর থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Read Entire Article