বগুড়ায় বিক্ষোভ মিছিল থেকে জাপা অফিসে ভাঙচুর

1 day ago 8
গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল থেকে জাতীয় পার্টির (জাপা) অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জেলা জাপা অফিসে এ ঘটনা ঘটেছে।  জানা গেছে, গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল শেষে জেলা জাতীয় পার্টির অফিসের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন ডা. সানি, নেহাল প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে। এ সময় বিক্ষোভকারীরা জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সহযোগী হিসেবে আখ্যা দিয়ে দলটির বিচার দাবি করেন।  সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছিল জাতীয় পার্টি। ফ্যাসিস্টের সহযোগী হিসেবে তাদেরও বিচার করতে হবে। জাতীয় পার্টি এখন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বক্তারা নুরের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। এর আগে, শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।  প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে কাকরাইল মোড় হয়ে জাতীয় পার্টির অফিস পার হওয়ার সময় পুলিশের দিকে ইট-জুতা নিক্ষেপ করতে থাকে। সন্ধ্যার পর তারা দলটির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এতে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।  
Read Entire Article