বগুড়ায় মাদক কারবারি ৩ পুলিশ রিমান্ডে

2 months ago 4

বগুড়ায় গ্রেপ্তারকৃত মাদকদ্রব্য কারবারি পুলিশের ৩ সদস্যসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বগুড়ার সদর আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আবেদন শুনানী শেষে ৪ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে।

আসামিরা হলেন- জয়পুরহাট জেলার সদর ট্রাফিক কনস্টেবল সাখাওয়াত হোসেন, আরআরএফ রাজশাহীর কনস্টেবল আব্দুল ওহাব, বগুড়া জেলা পুলিশের নায়েক আব্দুল আলীম এবং বিশেষ আনসার সদস্য নং আবু সুফিয়ান (৪২)। 

এই মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া ডিবি পুলিশের এসআই মো. নুর আলম ওই আসামিদের ঠিকানা যাচাই, ঘটনার সঙ্গে কেউ জড়িত আছে কিনা, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট কোথা থেকে সংগ্রহ করেছে তা জানার জন্য এবং মামলার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য ওই ৪ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের পুলিশ রিমান্ডে আবেদন করেন। বগুড়ার সদর আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টে মেহেদী হাসান আবেদন শুনানী শেষে ওই ৪ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে।

Read Entire Article