বগুড়ায় যুবককে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

1 month ago 19

বগুড়া শহরে দিনের বেলায় যুবককে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে ১০ লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের কলোনি বটতলা এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম তারেক (৪০)। তিনি শহরের মালগ্রাম চাপড়পাড়ার এলাকার আলী আজমের ছেলে এবং কলোনি এলাকায় মালিয়া এন্টারপ্রাইজের (যমুনা গ্যাসের ডিস্ট্রিবিউটর) ম্যানেজার হিসেবে কর্মরত।

স্থানীয়রা জানান, তারেক সকালে নিজ বাসা থেকে টাকার ব্যাগ নিয়ে যমুনা গ্যাস কোম্পানিতে জমা দেওয়ার উদ্দেশ্যে বের হলে অজ্ঞাত দুষ্কৃতকারীরা চাকু দিয়ে তাকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তারেককে গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।

বগুড়া সদর থানার ওসি এসএম মঈন উদ্দীন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, তারেক নামের এক ব্যক্তিকে কুপিয়ে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার খবর আমরা পেয়েছি। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যবসায়ীর অবস্থা গুরুতর। পরিবার থেকে থানায় অভিযোগও পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

এর আগে, শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের সরকারি আজিজুল হক কলেজের পেছনে জহুরুল নগর এলাকায় এক রিকশাচালককে ছুরিকাঘাত করে তার কাছে থাকা টাকা কেড়ে নিয়ে হাত-পা বেঁধে ডোবার ধারে ফেলে রাখে ছিনতাইকারীরা।

Read Entire Article