বঙ্গোপসাগরে ধরা পড়ল ৩০ কেজির তবলা মাছ

1 day ago 7

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে এক বিশাল ট্রেভ্যালি ফিশ বা তবলা মাছ। এ সময় মাছটিকে একনজর দেখতে এলাকাজুড়ে হইচই পড়ে যায়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মাছটি ধরা পড়ার পর মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসেন এক জেলে। 

জানা গেছে, তবলা মাছ স্থানীয়ভাবে ‘ট্রেভ্যালি ফিশ’ নামে পরিচিত। মাছটি খুবই সুস্বাদু, প্রোটিনসমৃদ্ধ এবং মাংসে কাঁটা কম থাকে বলে ভোজনরসিকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কুয়াকাটা অঞ্চলে এটি ‘তবলি’ ও ‘বগা’ কিংবা ‘খাঁদিয়া’ মাছ নামেও পরিচিত।

ধরা পড়া মাছটির ওজন প্রায় ৩০ কেজি। বাজারে নিলামে মাছটি বিক্রি হয়েছে ২৪ হাজার টাকায়, যা কেজি প্রতি প্রায় ৮০০ টাকা দরে বিক্রি হয়। এ অঞ্চলে মাছটির তেমন চাহিদা নেই।

মৎস্যজীবীরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের গভীর সমুদ্র এলাকায় এই প্রজাতির মাছ সচরাচর পাওয়া গেলেও এত বড় আকারের মাছ খুব একটা ধরা পড়ে না।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলের জালে যে মাছটি পাওয়া গিয়েছে এটি ক্যারেনজিট ফ্যামিলির ফ্যাজেলি জাতীয় একটি মাছ। মূলত এ জাতীয় মাছ আকারে অনেক বড় হয়। মাছটি অনেক সুস্বাদু। এটির অর্থনৈতিক গুরুত্বও রয়েছে অনেক। আশা করছি, এ জাতীয় জেলেদের জালে বেশি বেশি ধরা পড়বে। এসব মাছ আহরণের মাধ্যমে জেলেরা অর্থনৈতিকভাবে লাভবান হবে।

Read Entire Article