অর্থহীন ব্যান্ডের নতুন মুখ তরুণ গিটারিস্ট এহতেশাম আলী মঈন। নতুন বছরের সারপ্রাইজ এনাউন্সমেন্টে অর্থহীন তাদের একটি ফেইসবুক পোস্টের মাধ্যমে নতুন এই গিটারিস্টকে স্বাগত জানায় এবং নতুন বছরে ২ই জানুয়ারি (বৃহস্পতিবার) ফেইসবুক লাইভে বেশ কিছু ঘোষনা নিয়ে আসারও পরিকল্পনা করে।
অর্থহীন ব্যান্ড সর্বদা তরুণ মিউজিশিয়ানদের নিয়ে কাজ করার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় এবার ব্যান্ডে যোগ দিলেন ২৩ বছর বয়সী এই তরুণ গিটারিস্ট।
স্থায়ী সদস্য হওয়ার পর এখন থেকে অর্থহীনের অ্যালবামেও মঈনের পরিবেশনা থাকবে। ‘ফিনিক্সের ডায়েরি ১’ প্রকাশের পর এবার ‘ফিনিক্সের ডায়েরি ২’ অ্যালবাম নিয়ে আসছে অর্থহীন। অ্যালবামের কাজ অনেকটা গুছিয়ে এনেছে ব্যান্ডটি। খুব শীঘ্রই ঘোষণা নিয়ে আসবে অর্থহীন।
ভক্তদের কাছে ‘বেজবাবা’ নামে পরিচিত ব্যান্ড তারকা সুমনের ব্যান্ডটির লাইনআপে রয়েছেন মার্ক ডন (ড্রামস) ও এহতেশাম আলী মঈন (গিটার)।