বজ্রপাতে বাবা নিহত, হাসপাতালে ছেলে

3 months ago 7

বরগুনার আমতলীতে বজ্রপাতে লোকমান খান নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে। তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে আমতলী উপজেলার আঠারোগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার আঠারোগাছিয়া গ্রামের লোকমান খান ও তার ছেলে ফেরদৌস খান বাড়িতে গোয়ালঘরের ছাউনি দিচ্ছিলেন। এসময় ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়। বজ্রপাত এসে গোয়ালঘরে পড়ে। এতে কৃষক বাবা এবং ছেলে আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক লোকমান খানকে মৃত ঘোষণা করেন। আহত ফেরদৌসকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত লোকমান খানের ভাই জাহিদুল ইসলাম ও আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নুরুল আহাদ অনিক/এসআর/এএসএম

Read Entire Article