বজ্রপাতের আগুনে পুড়ল সিভিল সার্জন কার্যালয়ের কক্ষ

2 months ago 71

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের একটি কক্ষে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (৩১ মে) বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের  স্টোররুমে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বৃষ্টির সময় হঠাৎ করে বজ্রপাতের পরপরই সিভিল সার্জনের স্টোররুমে আগুন লেগে যায়। এ সময় অফিসে থাকা কর্মকর্তা-কর্মচারীরা অগ্নিনির্বাপক যন্ত্র এক্সটিংগুইসার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পাশাপাশি তারা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রপাত থেকে সৃষ্ট বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অনেকগুলো সিরিঞ্জসহ বেশকিছু মালামাল পুড়ে গেছে। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হবে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান কালবেলাকে বলেন, বৃষ্টির সময় বজ্রপাতের কারণে স্টোর রুমে আগুন লেগে যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে জানালে তারা সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে স্টোর রুমে থাকা কিছু সিরিঞ্জ পুড়ে গেছে। হিসাব করে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বলা সম্ভব হবে।

Read Entire Article