বদলে গেল হাবিপ্রবির ৬ হল ও একটি ভবনের নাম

2 months ago 6
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ৬টি আবাসিক হল এবং একটি একাডেমিক ভবনের নাম পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  বুধবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে। অফিস আদেশ অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তে বিজয়-২৪ হল, তাজউদ্দিন আহমেদ হলের পরিবর্তে শহীদ আবরার ফাহাদ হল, শেখ রাসেল হলের পরিবর্তে শহীদ নূর হোসেন হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের পরিবর্তে বেগম রোকেয়া হল, আইভী রহমান হলের পরিবর্তে নবাব ফয়জুন্নেসা হল এবং ড. এম. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের নাম পরিবর্তন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবন নামকরণ করা হয়েছে।  এছাড়াও শেখ সায়েরা খাতুন হলের নাম পরিবর্তন করে বেগম খালেদা জিয়া হল নামকরণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বেগম খালেদা জিয়া হলের নামকরণ করার বিষয়ে তার পরিবারের সদস্যগণের সম্মতি সাপেক্ষে চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে।  পরিপত্রে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনে সম্পৃক্ত সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং ভবনসমূহের নাম পরিবর্তন সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গঠিত কমিটি গুগল ফরম তৈরি করে সবার মাঝে তা প্রচারসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় এবং গুগল ফরম পূরণ পর্যালোচনাপূর্বক সদস্যবৃন্দের ঐকমত্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং ভবনসমূহের বিদ্যমান নামের বিপরীতে নতুন নামকরণ করে অনুমোদনের জন্য সুপারিশ প্রদান করেন। উক্ত কমিটির সুপারিশে গত ২৯ মে অনুষ্ঠিত ৫৯তম রিজেন্ট বোর্ডের সভায় ৯নং আলোচ্য বিষয়ের মাধ্যমে উপস্থাপিত হলে, কমিটির সুপারিশসমূহে আংশিক সংশোধন সাপেক্ষে বোর্ড অব রিজেন্টস অনুমোদন প্রদান করে। সেই অনুমোদন বাস্তবায়নে অফিস আদেশ জারি করা হলো। 
Read Entire Article