বন্দর বিদেশিদের লিজ দেওয়া দেশ বিক্রির শামিল: বাসদ

4 months ago 14

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত দেশ বিক্রির শামিল বলে মন্তব্য করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে এক প্রতিবাদ সমাবেশে এই মন্তব্য করেন দলের নেতারা।

সমাবেশে চট্টগ্রাম জেলা বাসদের ইনচার্জ আল কাদেরী জয় সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন সংগঠনের সদস্য হেলাল উদ্দিন কবির, মহিন উদ্দিন, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক জুবায়ের বীনা, ছাত্র ফ্রন্টের নগর সভাপতি মিরাজ উদ্দিনসহ অন্য নেতৃবৃন্দ। সঞ্চালনায় ছিলেন বাসদ চট্টগ্রাম জেলার আহমদ জসিম।

বক্তারা বলেন, বন্দরের নিজস্ব সক্ষমতা থাকলেও বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত জাতীয় স্বার্থের পরিপন্থি। এতে শ্রমিকদের চাকরি ঝুঁকিতে পড়বে এবং রাজস্ব আয় কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।

তারা আরও বলেন, রাখাইন প্রদেশে কথিত মানবিক করিডর গঠনের মাধ্যমে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রে জড়ানোর চেষ্টা চলছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য যা হুমকি হতে পারে।

এসময় বক্তারা সাম্রাজ্যবাদবিরোধী রাজনৈতিক শক্তি, পেশাজীবী সংগঠন এবং সচেতন জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই সিদ্ধান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলনে নামার আহ্বান জানান।

এমডিআইএইচ/কেএসআর

Read Entire Article