বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান লিপিকা ভদ্র বলেছেন, বন্ধ ছয় রাষ্ট্রায়ত্ত চিনিকল চালু করবে সরকার। বন্ধ চিনিকল নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। ইতোমধ্যেই টাস্কফোর্সের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলের ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, চিনির উৎপাদন বৃদ্ধির জন্য আখচাষিদের দ্রুত পাওনা পরিশোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে সরকার। এ জন্য ইতোমধ্যেই জামালপুরের আখচাষিদের জন্য তিন কোটি টাকা পাঠানো হয়েছে।
লিপিকা ভদ্র জানান, তাকে প্রধান করে বন্ধ চিনিকল নিয়ে একটি টাস্কফোর্স গঠন করেছে সরকার। ইতোমধ্যে টাস্কফোর্স তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সরকার বন্ধ চিনিকল চালু করবে। সবগুলো একসঙ্গে চালু করা সম্ভব না হলেও একটা বা দুটি চালু করবে, তারপর ধীরে ধীরে সব বন্ধ চিনিকল চালু করতে চায় সরকার।
তিনি বলেন, দেশের চিনির চাহিদা পূরণ করতে আখের উৎপাদন বাড়াতে হবে। চাষিরা যেন আখের উৎপাদন বাড়াতে আগ্রহী হয় সেজন্য সরকার কাজ করছে।
এ সময় তিনি উপস্থিত আখচাষিসহ উপস্থিত সবাইকে আখ উৎপাদন এবং চিনি উৎপাদনে মনোযোগী হওয়ার অনুরোধ জানান।