বন্ধুদের সঙ্গে ঝরনায় গিয়ে তলিয়ে গেল স্কুলছাত্র

2 months ago 47

চট্টগ্রামের সীতাকুণ্ডে বন্ধুদের সঙ্গে ঝরনা দেখতে গিয়ে পানিতে ডুবে মারা গেল তাহসিন আনোয়ার (১৭) নামে এক স্কুলছাত্র।

শনিবার (১৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোটদারোগারহাট লবনাক্ষ পাহাড়ে সহস্রধারা ঝরনায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৭ ছাত্র সীতাকুণ্ডের ছোটদারোগারহাট পাহাড়ে সহস্রধারা ঝরনায় যায়। পাহাড়ি এলাকায় ঘোরাঘুরির একপর্যায়ে ফেরার পথে তাহসিনের পায়ে কাদা আটকে যায়। এসময় সহস্রধারায় দায়িত্বে থাকা কয়েকজনের কাছে তারা জানতে চায় ঝরনায় নেমে কাদা মাটি ধোয়া যাবে কি না। এতে কোনো সমস্যা নেই জানালে তাহসিন ঝরনার পানিতে নেমে পা ধোয়ার চেষ্টা করলে পা পিছলে গভীরে পড়ে যায়।

এসময় তার সহপাঠীরা বন্ধুকে বাঁচাতে উপস্থিত লোকদের সহযোগিতা চাইলেও কেউ এগিয়ে না এসে তা দেখতে থাকে। একপর্যায়ে তাহসিন ডুবে তলিয়ে যায় সেখানে। পরে বন্ধুরা থানায় খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করে।

নিহত তাহসিন চট্টগ্রাম কেইপিজেটের প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার কবির ও জীবন বীমা করপোরেশনের জিএম লুৎফর নাহারের একমাত্র সন্তান। তাদের বাড়ি নোয়াখালীর লক্ষ্মীপুরে হলেও তারা চট্টগ্রামের ডিওএইচএস কলোনিতে বসবাস করেন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মচিন্দ্র লাল ত্রিপুরা বলেন, খবর পেয়ে ঝরনার পানির ৩০ ফিট গভীর থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম বলেন, তাহসিনের মরদেহ পরিবারকে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। এই মৃত্যুর পেছনে সহস্রধারা ঝরনার কর্মকর্তা-কর্মচারীদের কোনো গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঝর্ণা থেকে মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/

Read Entire Article