বন্ধুরা চায় না আমি বিয়ে করি : সাফা কবির

6 hours ago 4
ছোট পর্দার জনপ্রিয় মুখ সাফা কবির সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন ও বিয়ের বিষয় নিয়ে সরল ও আন্তরিকভাবে কথা বলেছেন। এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার বিয়ে কবে হচ্ছে এই প্রশ্নের আসলে নতুন কোনো উত্তর নেই। যেদিন হবে সেদিন সবাই জানতে পারবে। বাকিটা আল্লাহর ইচ্ছা।’ সাফা জানান, তার বন্ধুদের অনেকেই চায় না সে বিয়ে করুক। তিনি বলেন, “ওরা বলে, ‘আরে থাক, তুই বিয়ে করে কি করবি, তুই থাক আমাদের কাছে।’ এমনকি আমার বাবা-মা-ও বিয়ের ব্যাপারে চাপ দেন না। আমি তাদের একমাত্র মেয়ে। তাদেরও খুব মাথাব্যথা নেই বিয়ে নিয়ে। অবশ্যই একদিন তো ফ্যামিলি হবে, ইনশাল্লাহ।” সাফা কবির স্পষ্ট করেছেন, তিনি প্রেমের ভিত্তিতে বিয়ে করতে চান। অভিনেত্রী বলেন, ‘লাভ ম্যারেজ চাই। বাকিটা আল্লাহর ইচ্ছা।’
Read Entire Article