ববি উপাচার্যের অপসারণ দাবিতে প্রশাসনিক দপ্তরে তালা

3 months ago 16

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণ দাবিতে সব প্রশাসনিক দপ্তরে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সব দপ্তরে তালা ঝুলিয়ে দেয়। এরআগে আধাঘণ্টা বিক্ষোভ করে উপাচার্যের পদত্যাগের দাবি জানান তারা।

আন্দোলনরত শিক্ষার্থী শহিদুল ইসলাম বলেন, ‌‘ছয় মাস আগে বিশ্ববিদ্যালয়ের নানান সমস্যা নিয়ে উপাচার্যের কাছে ২২ দফা দাবি দিয়েছিলাম। কিন্তু আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। এরআগে বিশ্ববিদ্যালয়ে শাহরিয়ার শান নামের এক ছাত্রলীগ কর্মীকে ধরে ক্যাম্পাসে আটকে রাখা হলেও তাকে ছিনিয়ে নিয়ে যান তার সহপাঠীরা। সেই ঘটনায় ববি প্রশাসন কোনো মামলা করেনি। অথচ যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নামে মামলা করেছেন বর্তমান উপাচার্য। তিনি ফ্যাসিস্টের দোসরদের পুনর্বাসন করছেন। এসব ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রধান অংশীজন শিক্ষার্থীদের দাবির কথা তিনি আমলে নিচ্ছেন না।’

ববি উপাচার্যের অপসারণ দাবিতে প্রশাসনিক দপ্তরে তালা

শিক্ষার্থী আবদুর রহমান বলেন, ‘ক্যানসার আক্রান্ত ববি শিক্ষার্থী জেবুন্নেছা হক জিমি উপাচার্যের কাছে সহায়তার আবেদন করেও পাননি। মাসের পর মাস সময় আবেদনের কপি দপ্তরে পড়ে থাকলেও সই করেননি উপাচার্য। সহায়তা না পেয়ে বিনা চিকিৎসায় মৃত্যু হয় জিমির। আমরা তার সহপাঠী হয়েও কিছুই করতে পারলাম না। এমন অমানবিক উপাচার্য আমরা চাই না।’

আশিক আহমেদ নামের আরেকজন বলেন, ‘স্বৈরাচারের দোসর দুর্নীতিবাজ অদক্ষ এই উপাচার্য দায়িত্ব পালনের অধিকার হারিয়েছেন। আমরা চাই তিনি দ্রুত পদত্যাগপত্র জমা দিয়ে চলে যাবেন। তা না করলে কঠোর কর্মসূচি দিয়ে পদত্যাগে বাধ্য করা হবে।’

বিভিন্ন দাবিতে ১৫ দিনেরও বেশি সময় ধরে আন্দোলন চলছে বরিশাল বিশ্ববিদ্যালেয়ে। রোববার (৪ মে) উপাচার্যকে অপসারণে এক দফা দাবিতে রূপ নেয়।

শাওন খান/এসআর/এমএস

Read Entire Article