বরগুনার বামনায় নারী মাদক ব্যবসায়ী আটক

বরগুনার বামনায় নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ এলাকার চিহ্নিত মাদক সম্রাজ্ঞী সালমা পারভীন (৪০) গ্রেফতার হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে মাদক বিরোধী বিশেষ অভিযানে উপজেলার তুলাতলী বাজার সংলগ্ন কালিকাবাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় মরণনেশা ৬৫ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা, ইয়াবা ব্যবসা পরিচালনার কাজে ব্যবহৃত ১টি মোবাইল, ইয়াবা সেবনের সরঞ্জামাদি ও মাদক বিক্রির নগদ ৬৪ হাজার ৪৮০ টাকা টাকা উদ্ধার করা হয়। আটককৃত সালমা পারভীনের বাড়ি উপজেলার বামনা সদর ইউনিয়নের কালিকা বাড়ি। তার স্বামীর নাম মো. ছগির সরদার। এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, সালমা পারভীনের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নৌবাহিনীর গোয়েন্দা নজরদারির তৎপরতায় তাকে বিশেষ অভিযানে আটক করা হয়। তার আটকে এলাকার জনগন খুশি এবং এ অভিযান নৌবাহিনীর দক্ষতা, সততা, দেশপ্রেমের মুকটে আরও একটি পালক যোগ করলো।

বরগুনার বামনায় নারী মাদক ব্যবসায়ী আটক

বরগুনার বামনায় নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ এলাকার চিহ্নিত মাদক সম্রাজ্ঞী সালমা পারভীন (৪০) গ্রেফতার হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে মাদক বিরোধী বিশেষ অভিযানে উপজেলার তুলাতলী বাজার সংলগ্ন কালিকাবাড়ি থেকে তাকে আটক করা হয়।

এসময় মরণনেশা ৬৫ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা, ইয়াবা ব্যবসা পরিচালনার কাজে ব্যবহৃত ১টি মোবাইল, ইয়াবা সেবনের সরঞ্জামাদি ও মাদক বিক্রির নগদ ৬৪ হাজার ৪৮০ টাকা টাকা উদ্ধার করা হয়।

আটককৃত সালমা পারভীনের বাড়ি উপজেলার বামনা সদর ইউনিয়নের কালিকা বাড়ি। তার স্বামীর নাম মো. ছগির সরদার।

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, সালমা পারভীনের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নৌবাহিনীর গোয়েন্দা নজরদারির তৎপরতায় তাকে বিশেষ অভিযানে আটক করা হয়। তার আটকে এলাকার জনগন খুশি এবং এ অভিযান নৌবাহিনীর দক্ষতা, সততা, দেশপ্রেমের মুকটে আরও একটি পালক যোগ করলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow