বরিশাল মহানগর বিএনপির দুই নেতাকে শোকজ

3 months ago 35

বরিশাল মহানগর বিএনপির দুই নেতাকে শোকজ করা হয়েছে। জোরপূর্বক অপরের জমিতে বালু ফেলায় বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন খান ও মাহফুজুর রহমানকে শোকজ করেছে দলটি।  

তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ০৯ মে বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন খান এবং মাহফুজুর রহমানসহ তাদের লোকজন গায়ের জোরে অপরের জমিতে বালি ফেলেন। এ অপরাধে বিএনপির পক্ষ থেকে তাদের যথাযথ কারণ দর্শিয়ে একটি লিখিত জবাব আগামী ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

Read Entire Article