বরিশাল সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাকিল হোসেন পলাশকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, শাকিল হোসেন পলাশ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আজ তাকে গ্রেফতার করা হয়। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করার নির্দেশ দেন।
শাওন খান/জেডএইচ/এমএস

4 months ago
91









English (US) ·