বরিশালে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, যুবদল নেতা গ্রেপ্তার

3 months ago 51

বরিশালে তরুণীকে আটকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ইরমান আলী শোভন নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) বরিশালের কোতায়ালি থানার রূপাতলী এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। বুধবার (২০ নভেম্বর) রূপাতলী এলাকায় অভিযান চালিয়ে ওই যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। গ্রেপ্তার যুবদল নেতা ইরমান রূপাতলী নতুন আবাসিক এলাকার মৃত ইউসুব আলীর ছেলে। তিনি ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে ওয়ার্ড যুবদলের পদপ্রত্যাশী।

ভুক্তভোগী তরুণী জানান, মঙ্গলবার বিকেলে বন্ধুর সঙ্গে রূপাতলী নতুন আবাসিক এলাকায় যায়। পরে কলেজছাত্রীকে দাঁড় করিয়ে রেখে বন্ধুর সঙ্গে দেখা করতে তার বাসার ওপরে যায়। তখন বাড়ির মালিক শোভনসহ বেশ কয়েকজন মিলে তাদের বাড়ির ভেতরে নিয়ে আলাদা একটি রুমে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় তরুণীর সঙ্গে থাকা বন্ধুর মোটরসাইকেল আটকে রেখে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা। চাঁদার টাকা না পাওয়ায় বেধড়ক মারধর করা হয় তরুণীর বন্ধুকে।

বুধবার সকালে ওই তরুণীর বন্ধু চাঁদার টাকা নিয়ে আসার কথা বলে কৌশলে তাদের কাছ থেকে পালিয়ে গিয়ে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ওই রুম থেকে তরুণীকে উদ্ধার ও শোভনকে গ্রেপ্তার করে। তবে বাকি অভিযুক্তরা পালিয়ে যায়।

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান কালবেলাকে বলেন, এ ঘটনায় একজনের নাম উল্লেখ করে এবং আরও চারজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন ওই তরুণী। ওই মামলায় ইমরান আলী শোভনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। তাছাড়া ভুক্তভোগী তরুণীর মেডিকেল পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

Read Entire Article