মার্কিন পপতারকা লেডি গাগা গত বছরের মাঝামাঝি সময়ে মাইকেল পোলানস্কির সঙ্গে বাগদান সারেন। তারপর থেকে সুযোগ পেলেই মাইকেলের সুনাম করেন তিনি। নিজের বাগদত্তার প্রশংসায় পঞ্চমুখ থাকেন এই সংগীতশিল্পী।
সম্প্রতি পিপল রিপোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে লেডি গাগা বলেন, ‘মাইকেলের সঙ্গে দেখা হওয়ার পর, আমার মনে হয় মাইকেল সবচেয়ে দয়ালু ও ভালো মনের ব্যক্তি। আমার কাছে সে খাঁটি একজন মানুষ।’... বিস্তারিত