বর্ণিল আয়োজনে জয়পুরহাটে উদযাপিত হয়েছে পাঠকপ্রিয় জাতীয় দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি পালিত হয় আনন্দঘন পরিবেশে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম তালুকদার তরুণ।
দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি আছাদুল ইসলাম আছাদের সভাপতিত্বে এবং ক্ষেতলাল প্রতিনিধি মো. আমানুল্লাহ আমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক মজনু, দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি সাগর কুমার, জয়পুরহাট পত্রিকা হকার্স সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম এবং কালবেলার আক্কেলপুর প্রতিনিধি ওম প্রকাশ আগরওয়ালা।
পাঠক ও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন শাহরিয়ার তানজিব। অনুষ্ঠানে জয়পুরহাটের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে কালবেলার সফলতার ধারাবাহিকতা কামনা করেন।