বর্ষাকালের দুটি ছড়া

2 months ago 9

আষাঢ় এলো
বিলকিস নাহার মিতু

আষাঢ় এলো বৃষ্টি নিয়ে
ফুটলো কদম শাখে,
কোলা ব্যাঙের বিবি-বাচ্চা
ঘ্যাঙর ঘ্যাঙর ডাকে।

ছেলে-মেয়ে খেলছে খেলা
বৃষ্টি-কাদা মেখে,
নতুন জলে নাচছে মাছ
সবাই চেয়ে দেখে।

থই থই করে চারিদিকে
বাড়ছে শুধু জল,
তাই না দেখে বেজায় খুশি
খোকা-খুকুর দল।

****

ব্যাঙ মামার বিয়ে
শাহনাজ শিউলী

ব্যাঙ মামা আজ বর সেজেছে
তার নাকি বিয়ে,
ঘর বেঁধেছে কলমিলতার
শ্যাওলা পাতা দিয়ে।

কুনো, সোনা, নাচছে আজি
গাইছে চারিপাশে,
পটের পাতার রুমাল দিয়ে
মুখ ঢেকে সে হাসে।

লাল চিনা ব্যাঙ বৈঠা নিয়ে
বাইছে উজান তরী,
বামন পানার গান শুনে সব
দিচ্ছে গড়াগড়ি।

ঘ্যাঙর ঘ্যাঙর বাজনা বাজায়
কটকটি আর পাতা,
ঝিঝি কোলা ধরছে মামার
মাথার ওপর ছাতা।

নদীর পাড়ে ব্যাঙ্গার বাড়ি
যায় শোনা শোরগোল,
মশা মাছি ছারপোকা আর
রাঁধছে কেঁচোর ঝোল।

এসইউ/জিকেএস

Read Entire Article