বলিউড নায়িকাদের মায়েরা কে কী করেন

16 hours ago 6

মাকে বলা হয় সন্তানদের প্রথম শিক্ষক। সন্তানরা প্রাথমিকভাবে মায়ের কাছ থেকেই সব কিছু শিক্ষা নেয়। তাইতো বলিউড অনুরাগীদের অনেকে জানার ইচ্ছে আছে তাদের প্রিয় নায়িকাদের মায়েরা কে কত দূর পড়াশোনা করেছেন, কী করছেন? এবার জেনে নিন বলিউডের নায়িকাদের মায়েদের সম্পর্কে-

বলিউড নায়িকাদের মায়েরা কে কী করেন

আলিয়া ভাট: তার মায়ের নাম সোনি রাজদান। আলিয়ার মা একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন চলচ্চিত্র নির্মাতা। তিনি ‘সারাংশ’, ‘রাজি’ সিনেমার মতো একাধিক সিনেমা নির্মাণ করেছেন।

বলিউড নায়িকাদের মায়েরা কে কী করেন

কৃতি স্যানন: তার মায়ের নাম গীতা স্যানন। কৃতির মা গীতা দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। শুধু তাই নয়, তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

বলিউড নায়িকাদের মায়েরা কে কী করেন

ভূমি পেডনেকর: তার মায়ের না সুমিত্রা পেডনেকর। ভূমির মা সুমিত্রা একজন ধূমপানবিরোধী কর্মী। সুমিত্রার স্বামী অর্থাৎ ভূমির বাবা সতীশ বাবু অতিরিক্ত ধূমপানের জন্য খুব অল্প বয়সে মারা যান। তারপর থেকেই সুমিত্রা দেবী এ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। মানুষকে সচেতন করে যাচ্ছেন।

বলিউড নায়িকাদের মায়েরা কে কী করেন

কারিনা কাপুর: তার মায়ের নাম ববিতা কাপুর। কারিনা এবং কারিশমার মা ববিতা বিয়ের পর চলচ্চিত্র জগত থেকে বিদায় নেন। তবে তিনি ছিলেন একজন দুর্দান্ত অভিনেত্রী।

বলিউড নায়িকাদের মায়েরা কে কী করেন

আনুশা শর্মা: তার মায়ের নাম আশিমা শর্মা। বর্তমানে আনুশকা দুই সন্তানের মা। বেশ কয়েক বছর হয়েছে চলচ্চিত্র ভুবন থেকে দূরে রয়েছেন তিনি। আনুশকার মা একজন গৃহিনী।

বলিউড নায়িকাদের মায়েরা কে কী করেন

দীপিকা পাড়ুকোন: এ নায়িকার মায়ের নাম উজ্জ্বলা পাড়ুকোন। দীপিকার মা একজন ট্রাভেল এজেন্ট। দীপিকা প্রায়শই নিজের মায়ের কথা তুলে ধরেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বাবা এবং মা-ই হলেন তার জীবন চলার প্রেরণা।

বলিউড নায়িকাদের মায়েরা কে কী করেন

কিয়ারা আদবাণী: তার মায়ের না জেনেভিভ আদবাণী। তিনি একজন শিক্ষক এবং সমাজকর্মী। কিয়ারাকে শৈশব থেকেই তিনি আদর্শ মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন।

বলিউড নায়িকাদের মায়েরা কে কী করেন

দিশা পাটনি: এ অভিনেত্রীর মা পদ্মা পাটনি। তিনি ভারতের উত্তরপ্রদেশের একজন স্বাস্থ্য পরিদর্শক। তিনি তার ক্যারিয়ারের শুরু থেকেই এ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন।

বলিউড নায়িকাদের মায়েরা কে কী করেন

ক্যাটরিনা কাইফ: তার মা সুজান টারকোট একজন ব্রিটিশ আইনজীবী। শৈশব থেকেই মেয়েকে তিনি স্বাবলম্বী হতে শিক্ষা দিয়েছেন।

বলিউড নায়িকাদের মায়েরা কে কী করেন

শ্রদ্ধা কাপুর: তার মা শিবাঙ্গী কাপুর একজন অভিনেত্রী ও গায়িকা। শক্তি কাপুরকে বিয়ে করার পর তিনি নিজের ক্যারিয়ারকে বিদায় দিয়ে পুরোদস্তুর গৃহিনী হয়ে গেছেন।

এমএমএফ/জিকেএস

Read Entire Article