বাঁশখালীতে ২০ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

5 months ago 89

চট্টগ্রামের বাঁশখালীতে ২০ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ আব্দুল সালেক শাহিন (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) সকালে বাঁশখালী থানার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ইয়াবা বহনে ব্যবহৃত তার মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।

গ্রেফতার শাহিন কক্সবাজার জেলার সদর থানাধীন খুরুস্কুল ইউনিয়নের টাইমবাজার এলাকার আবদুল হামিদ খানের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলে জানান বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম।

তিনি বলেন, কক্সবাজার থেকে একটি ইয়াবার চালান চট্টগ্রাম শহরে যাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার সামনে চট্টগ্রাম পেকুয়া সড়কের উপর চেকপোস্ট বসিয়ে কক্সবাজার থেকে আসা একটি মোটর সাইকেল আটক করা হয়। এসময় মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

দুপুরে তাকে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এমডিআইএইচ/এমকেআর/এমএস

Read Entire Article