বাংলাদেশ ইউনিভার্সিটির ১৪তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

3 months ago 36

বাংলাদেশ ইউনিভার্সিটির ১৪তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। সভায় ১৩তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়। একই সঙ্গে বিগত একাডেমিক কাউন্সিল সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত অনুমোদন, শিক্ষক নিয়োগ ও পদোন্নতির সংশোধিত নীতিমালা এবং বিশ্ববিদ্যালয়ের ক্রয় নীতিমালাসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে গৃহীত পদক্ষেপগুলোর পাশাপাশি সভায় বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে নীতিগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সভায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন আয়োজনের সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করা হয়। আগামী অক্টোবরের শেষ সপ্তাহ বা নভেম্বরের মাঝামাঝি সময়ে এটি আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় মনোনীত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেগম বদরুন নাহার এনডিসি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মনোনীত সদস্য অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইঞ্জিনিয়ার মশিউর রহমান ও ডা. সাগুপ্তা মাহমুদ, একাডেমিক কাউন্সিল মনোনীত সদস্য ও ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সাদিক ইকবাল এবং সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. এমএম এনামুল আজিজ।

সভায় সিন্ডিকেট সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুল হক (অব.)।

Read Entire Article